ছোট্ট আতিয়ার পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য প্রবাসিরা

চিকিৎসার সাহায্যার্থে ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান

Moulvibazarমৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামের ছোট্ট ৪ বছরের আতিয়া মাহমুদ কুলসুমার চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এলো যুক্তরাজ্য প্রবাসিদের সংগঠন ‘আমাদের মৌলভীবাজার ইউকে’। শিশুকন্যা আতিয়া হার্টের (হৃদযন্ত্র) জটিলতায় ভুগছে।
ক্ষুদ্র ব্যবসায়ী বাবার পক্ষে মেয়ের উন্নত চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছিলো। এ অবস্থায় এগিয়ে আসে আমাদের মৌলভীবাজার ইউকে। ১৩ জানুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আতিয়ার বাবা আহাদ আল মাহমুদের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেয় সংগঠনটি।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি লিডার, মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য, সমাজসেবী রুহুল আমিন রুহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আমাদের মৌলভীবাজার ইউকে এর কর্মকর্তা বদরুল ইসলাম (১), মুন্না আহমদ, নোমানুর রশীদ, বদরুল ইসলাম (২ প্রমুখ।
পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, সাংবাদিক আকমল হোসেন নিপু, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নজরুল ইসলাম মুহিব, হাসানাত কামাল, আনহার আহমদ সমশাদ, সালেহ এলাহী কুটি, কয়সর আহমদ, ইউপি সদস্য নোমান আহমদ, তুষার চৌধুরী ও আতিয়ার বাবা আহাদ আল মাহমুদ প্রমুখ।
রুহুল আমিন রুহেল জানিয়েছেন, আতিয়ার চিকিৎসায় প্রয়োজন হলে আমাদের মৌলভীবাজার ইউকে আরো সহযোগিতা অব্যাহত রাখবে।