দুবাইয়ে আতশবাজির আগেই ভয়াবহ আগুন

Dubai Fire on Hotelডেস্ক রিপোর্টঃ নববের্ষর আতশবাজি শুরুর আগেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ আগুনে বেশ কিছু মানুষ দগ্ধ হয়েছে। অবশ্য কারো অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গালফ নিউজ জানিয়েছে, আতশবাজি শুরু ঘণ্টা দুই আগে হোটেলের ২০তলায় আগুন লাগে। আগুন বাইরে থেকে উপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। তবে রাত সাড়ে ১১টার মধ্যে দমকল বাহিনী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দুবাই দমকল বাহিনীর মহাপরিচালক রশীদ থানি আল সাতরোসি জানিয়েছেন, আগুনে শুধু হোটেলের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহত নেই। হোটেলের সবাইকে নিরাপদে বের করা গেছে। তবে আগুন ও প্রচণ্ড ধোঁয়ার মধ্যে উদ্ধারকাজ চালানোর সময় একজনের হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, বুর্জ আল খলিফার কাছকাছি ওই অ্যাড্রেস হোটেল ডাউনটাউনে হঠাৎ করেই আগুন লাগে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো সে ব্যাপারে এখনো কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছে না।