সাপ, কেঁচো ও পোকামাকড় খেয়ে হৈ চৈ ফেললেন জাহাঙ্গীর

863998_1448195114ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাটের যুবক জাহাঙ্গীর হোসেন। জেলা সরকারি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র তিনি। জ্যান্ত সাপ, কেঁচো, কাঁকড়া, ব্যাঙসহ বিভিন্ন পোকামাকড় এবং কাঁচা মাছ-মাংস খেয়ে এলাকায় রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন এই জাহাঙ্গীর। ডিসকভারি চ্যানেলে প্রচারিত দুর্গম ভ্রমণ অনুষ্ঠানের বিয়ার গ্রিলসকে অনুসরণ করে এই অভ্যাস রপ্ত করেছেন তিনি।
শহরের সিও কলোনী মহল্লার ভাড়া বাসায় থাকেন জাহাঙ্গীর। বাবা পুলিশ কনস্টেবল। চাকরি করেন কক্সবাজার জেলায়। পড়ালেখার ফাঁকে ডিসকভারি চ্যানেলের দুর্গম ভ্রমণ অনুষ্ঠানে বিয়ার গ্রিলসের সাপ ও পোকামাকড় খাওয়ার দৃশ্যগুলো দেখে সে অনুপ্রাণিত হতে থাকে। এক পর্যায়ে জাহাঙ্গীর পোকামাকড় খাওয়া শুরু করেন। এখন শুধু ব্যাঙ, কাঁকড়া বা কেঁচোই নয়; বিষধর জ্যান্ত সাপও খেয়ে ফেলছে জাহাঙ্গীর।
জেলা আধুনিক হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ডাঃ মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীরের এই কৃতিত্বের কথা এখন এলাকার সবার জানান। তাকে দেখতেও বাড়ছে উৎসুকদের ভীড়। সাপ, ব্যাঙ, কাঁকড়া এবং কেঁচোসহ পোকামাকড় খেলেও স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে না।
জাহাঙ্গীরের এই ব্যতিক্রমী অনুশীলনকে ঘিরে দিন দিন মানুষের কৌতুহল যেমন বাড়ছে। তেমনি সাড়াও ফেলেছে।