এম.সি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পন্ন

m.c college tour 2এম.সি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স (২০১০-১১) শেষ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক প্রানবন্ত শিক্ষাসফর মঙ্গলবার সম্পন্ন হয়েছে। হবিগঞ্জের নয়নাভিরাম মাধবপুর লেক ও মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানকে ঘিরেই ছিলো শিক্ষা সফরের মূল আয়োজন। ‘আজ দুঃখ ভূলার দিন, আজ মন হবে যে রঙ্গিন’ এমন বাক্য বিন্যাসের মতোই শিক্ষা সফরের সব আয়োজন ছিলো মন রঙ্গিন করার মতোই।সহপাঠীদের সাথে সম্মিলিতভাবে ঘুরে বেড়ানো আর শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতিতেই খেলাধুলা আর সাংস্কৃতিক পরিবেশনা ছিলো দারুন উপভোগ্য। লেকের ধারে ছবি তোলা আর পাহাড়ের নুয়ে পড়া অববাহিকায় নিজের একটি ছবির কিপ নিতে সবার মধ্যে ছিলো অন্যরকম উন্মাদনা। মোবাইলে কল্যানে নতুন মাত্রা ছিলো ইচ্ছে মতো সেলফি তুলা নিয়ে। অর্থনীতির নানান তথ্য আর চিন্তা নিয়ে যাদের ব্যস্ততা সব সময়ের, প্রকৃতির মনোরম শোভায় তারা যেনো ভিন্ন এক পরশ পেয়েছিলো। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সারি সারি নানান প্রজাতির পরিচিত-অপরিচিত গাছ আর সরু রাস্তা দিয়ে হেটে হেটে অনেক নতুন কিছুর সাথে পরিচিত হয়েছেন শিক্ষার্থীরা। পান বাগান, লম্বা বাশ ঝাড় আর উপরে পাখ পাখালির কিচির মিচির ডাক কৌতুহল বাড়িয়ে দিয়েছিলো সবার।অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফাহিমা জিন্নুরাইন ও শিখা দেব এর দিকনির্দেশনা আর প্রভাষক শাহান আলম এর তত্বাবধান সুশৃংখল ও সুন্দর করে তুলেছিলো শিক্ষা সফর। আয়োজনের শেষভাগে ভাগ্যবান যাচাই কুইজ এর মাধ্যমে খোঁজে নেওয়া হয় ৬জনকে। এরা হলেন, রহমত উল্লাহ, মিজানুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মুমিন, কয়ছর আহমদ ও জামিল আহদ। প্রেস বিজ্ঞপ্তি