নগরীতে ছিনতাইর শিকার কাপড় ব্যবসায়ী থানায় জিডি, নিরাপত্তা কামনা

নগরীর চৌহাট্টার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে সোমবার রাতে কাপড় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। ছিনতাইয়ের শিকার কাপড় ব্যবসায়ী মোঃ আবুল কাশেম কয়েকজনের নাম উল্লেখ করে এই জিডি এন্ট্রি করেন। জিডি নং- ১৪২৫, তারিখ- ২২/১২/১৫। এতে তিনি উল্লেখ করেন, সওদাগরটুলার ফজল (২৫), টিলাগড়ের মিজান, এমরান সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে সোমবার রাত প্রায় ৯টার দিকে চৌহাট্টা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের অন্ধকার স্থানে নিয়ে গিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। আবুল কাশেম জিডিতে অভিযোগ করেন কয়েক মাস ধরে উপরোক্ত ব্যক্তিরা তাকে প্রাণনাশের হুমকী সহ নানাভাবে হুমকি দিচ্ছে ও চাঁদা দাবী করে আসছে। তিনি তার নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে কোতোয়ালী থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আবুল কাশেমকে জানিয়েছেন।