ওঁরাও আদিবাসীদের ভূমি আত্মসাতের সকল অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

বালুচর চন্দনটিলা পরিদর্শনকালে বক্তারা

IMG_0073 copyওঁরাও আদিবাসীদের ভূমি জোর পূর্বক দখল ও আত্মসাতের সকল অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সিলেটে অতীতের সকল প্রগতিশীল সামাজিক আন্দোলনের মতো বালুচর ওঁরাও আদিবাসীদের ভূমি রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সে লক্ষে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
গতকাল শনিবার বেলা ১১টায় ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ বালুচর চন্দনটিলায় ওঁরাও আদিবাসীদের জোর পূর্বক বেদখলকৃত ভূমি পরিদশর্ন কালে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বালুচর ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব লক্ষ্মীকান্তÍ সিংহ এর পরিচালনায় পরিদশর্ন পরবর্তী সমাবেশে বক্তারা আরো বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মোছাব্বির এর নেতৃত্বে ভূমি খেকো চক্রটি আমাদের আন্দোলনের মুখে পিছু হটলেও প্রতি বছর ডিসেম্বর মাসে সিভিল কোর্ট বন্ধের সুযোগ নিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে তৎপর হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ভূমি খেকো চক্রের বাড়ি নির্মাণ করে পুণরায় ভূমি দখলের অপচেষ্টার দৃশ্যমান প্রমাণ রয়েছে। বিষয়টি প্রশাসন অবগত থাকলেও তারা বাড়ি নির্র্র্মাণ সামগ্রী এখনও পর্যন্ত জব্দ করে নি। এমনকি পাহাড়কেটে টিলা ধ্বংসের বিষয়টি বারবার পরিবেশ অধিদপ্তরকে অবহতি করলেও তারা এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নি। বক্তারা পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।
সভায় আগামীকাল ৬ ডিসেম্বর ২০১৫ রবিবার বেলা ১১টায় পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, বাসদ মার্কসবাদী সিলেটের নেতা হুমায়ুন রশীদ সোয়েব, নারী মুক্তি সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী শেন শম্পা, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম সিলেটের সভাপতি এড. মহিত লাল ধর, আদিবাসী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাত্র, শ্রমিক নেতা কাজী আলফাজ হোসেন, যুব মৈত্রী নেতা শামীম মজুমদার, ইউসুফ আহমেদ, ছাত্র নেতা স্বপন দাস, পরিবেশ কর্মী ছাব্বির আহমেদ, চা জনগোষ্টী নেতা মিন্টু দাস, অরুন মাল, মিলন ওঁরাও, আরতি ওঁরাও, শিপা ওঁরাও, প্রদীপ ওঁরাও প্রমুখ।