সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত

ফুটপাত দখলমুক্ত করার দাবীতে ১৭ ডিসেম্বর নগরীর ব্যবসায়ীদের প্রতিকী অবস্থান কর্মসূচী

ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহবায়ক কমিটির উদ্যোগে ১ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরিষদ’র অস্থায়ী কার্যালয় (প্রস্তাবিত এফ এন্ড এইচ কমপ্লেক্স, ২য় তলা, জিন্দাবাজার পয়েন্ট, সিলেট)-এ সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক নিয়মিত সভায় বক্তারা বলেন, ফুটপাতের গুটিকয়েক ভ্রাম্যমান অবৈধ দখলদারদের কারণে আমরা বৈধ ব্যবসায়ীরা মারাত্মকভাবে আর্থিক লোকসানের শিকার। আমরা বৈধ ব্যবসায়ীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবধরনের নির্ধারিত ব্যবসায়ী ট্যাক্স ও সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স (ব্যবসা সংক্রান্ত অনুমতিপত্র) সংগ্রহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। সিলেট নগরীর প্রায় ফুটপাত ভ্রাম্যমান অবৈধ দখলদারদের দ্বারা দখল হওয়ায় নগরীর সর্বস্তরের নাগরিকদের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নগরীর সর্বস্তরের বৈধ ব্যবসায়ীরাও বিভিন্ন প্রতিকুলতার সম্মুখীন হচ্ছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন ও সৌন্দর্য্য বিদ্ধেষী গুটিকয়েক কুচক্রিদের মদদে সিলেট নগরীর ফুটপাতগুলি অবৈধ ভ্রাম্যমান দখলদারদের নিয়ন্ত্রনে। নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে এ ব্যাপারে নিজস্ব দায়বার অন্যের উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছেন। যা সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত ২৭টি ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক ও বৈধ ব্যবসায়ীদের জন্য মারত্মক হুমকী স্বরূপ। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করতে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়। ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আয়োজনে আগামী ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জিন্দাবাজার পয়েন্টে ‘‘টুকরির মধ্যে ব্যবসায়ী পন্য নিয়ে ৩০ মিনিটের প্রতিকী অবস্থান কর্মসূচী’’র উদ্যোগ গ্রহণ করা হয়। ১৭ ডিসেম্বর ৩০ মিনিটের প্রতিকী অবস্থান কর্মসূচী সফলে আগামী ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর জেলরোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩য় তলার সেমিনার কক্ষে সিলেট নগরীর সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং ১৭ ডিসেম্বর পূর্ব পর্যন্ত সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে গণসংযোগ ও ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে সদস্য সচিব জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহবায়ক আব্দুর রউফ। সাংগঠনিক নিয়মিত সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন পরিষদ’র যুগ্ম আহবায়ক মোঃ গুলজার খাঁন, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান সুহেল, এ.কে কামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল আহাদ শিকদার লিটন, অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সচিব মোঃ রুপন খাঁন, যুগ্ম প্রচার সচিব জাহেদুল ইসলাম জাফর, সম্মানীত ব্যবসায়ীদের মধ্য থেকে মোঃ আলী, মোঃ আব্দুল হক।