জুড়ীতে ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন প্রচার-প্রচারঅভিযানে মুখোরিত

ছবি ক্যাপশন: জুড়ী উপজেলা ব্র্যাক’ র উদ্যোগে “নারী নির্যাতন মানব না প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব” এ স্লোগানকে সামনে রেখে জুড়ীতে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
ছবি ক্যাপশন: জুড়ী উপজেলা ব্র্যাক’ র উদ্যোগে “নারী নির্যাতন মানব না প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব” এ স্লোগানকে সামনে রেখে জুড়ীতে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এম এম সামছুল ইসলাম: মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজঃ নং চট্ট ২৪০৩ এর অন্তর্ভুক্ত জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মুখোরিত হয়ে উঠেছে জুড়ী উপজেলা। বিভিন্ন পদে প্রতিদন্ধী প্রার্থীরা তাদের পক্ষে ভোট নিতে অন্যান্য সদস্যদের মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে দিচ্ছেন এবং অতিতের অন্যায় কর্মকান্ড ভুলে যাওয়ার জন্য নানা প্রতিশ্রুতির অঙ্গিকার করছেন। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কে বিজয়ী হবে? তা এখন সর্বত্র আলোচনা হচ্ছে। বাজারের রাস্তা ও অলি-গুলিতে প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে। সভাপতি পদে প্রাক্তন সভাপতি তজুমুল ইসলাম তজই (ছাতা), সিরাজুল ইসলাম বনমালী (চেয়ার), সাধারণ সম্পাদক পদে প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান (মোরগ) ফারুক আহমদ (মই), সহ সাধারণ সম্পাদক পদে টিপু আহমদ (আম), লোকমান খান (হরিণ) দেলোয়ার হোসেন (ট্রাক গাড়ি) ও সাংগঠনিক সম্পাদক পদে তাজ উদ্দীন (হাতি), নিজুল আহমদ (বাঘ) মার্কায় নির্বাচন করবেন। এছাড়া বিনা প্রতিদন্ধিতায় ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।