সম্মেলনে যোগ দিতে ভারতের প্রতিনিধিদল বাংলাদেশে

akhaura pic-24.11.2015 (02)_92059সুরমা টাইমস ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যোগ দিতে ভারতের মিজোরাম রাজ্যের ৩ জেলার ডিসিসহ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।রাজ্যের লংলি জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এসএইচ আসিস মাধাওরাও মুরি’র নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত হয়ে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেন।এ সময় সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে ভারতীয় প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার প্রশাসক (ডিসি)  ড. মোশারফ হোসেন ও পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।ভারতীয় প্রতিনিধি দলের প্রধান লংলি জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এসএইচ আসিস মাধাওরাও মুরি আখাউড়া স্থলবন্দরে ঢাকাটাইমসকে জানিয়েছেন, বাংলাদেশের চট্টগ্রাম সার্কিট হাউজে ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী দু’দেশের ৭’জেলার ডিসিদের যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারতের মিউজিরাম রাজ্যের লংলি, মামিট এবং সার্সিপ- এ তিন জেলার দুইজন জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ছাড়াও তিনজন পুলিশ সুপার (এসপি) সম্মেলনে যোগ দিচ্ছেন।এছাড়াও বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ছাড়াও পুলিশ প্রশাসন, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ যৌথ সীমান্ত সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।এ বিষয়ে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন ঢাকাটাইমসকে জানান, সম্মেলনে সীমান্তে যৌথ টহল, অবৈধ চোরাচালান বন্ধ, মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ, সীমান্ত পিলার সংস্কার, সীমান্তে গোলাগুলি বন্ধ, নদী সমস্যা, অপরাধী আটকের পর তা ফেরৎ দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা স্থান পাবে।