কুবিতে প্রতি আসনে লড়বে ৪৪ জন

comillasm_850063442সুরমা টাইমস ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ৪৪ জন।চলতি বছরে মোট ১ হাজার ১০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৪৪৭ জন।বুধবার (১১ নভেম্বর) কুবি ভর্তি কমিটির টেকনিকেল উপ কমিটির আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো.  আব্দুল মালেক বাংলানিউজকে এ তথ্য জানান।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে ১৬ হাজার ৪৮০ জন, বি ইউনিটে ১৫ হাজার ৭৬৯  জন ও সি  ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১২ হাজার ১৯৮ জন।আগামী ৪ ডিসেম্বর এ ও বি ইউনিট এবং ৫ ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।এদিকে, এ শিক্ষাবর্ষ থেকে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে দুটি নতুন বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ চালু হচ্ছে। এ নিয়ে কুবিতে মোট বিভাগ হলো ১৯টি।