মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন : মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

Razzakসিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন- আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে প্রেরন বিচার বিভাগে অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপের বহি:প্রকাশ। এর জন্য সরকারকে কঠোর মুল্য দিতে হবে। দেশ পরিচালনার সকল ক্ষেত্রে ব্যার্থ অবৈধ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপিকে নেতৃত্বশুণ্য করতে একের পর এক সিনিয়র নেতাকে গ্রেফতার নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এর পরিনতি সরকারের জন্য মঙ্গলজনক হবেনা। অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতার তীব্র আন্দোলনে জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করা হবে।
তিনি গতকাল বুধবার এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন। মুক্তিযোদ্ধা রাজ্জাক আরো বলেন- একদিকে সরকার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ঘোষনা করছে অন্যদিকে বিরোধী পক্ষকে নেতৃত্বশূন্য করতে গ্রেফতার নির্যাতনের ষ্টীম রোলার চালাচ্ছে। এর পরিনতি ভাল হবেনা। সময় থাকতে অবৈধ সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে কঠোর মুল্য দিতে হবে।