সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর খুলিয়াপাড়া কলোনিতে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে রামদা দিয়ে কুিপয়ে জখম করেছে বখাটেরা। পরে আহত ভাইকে সিলেট এমএজি ওসামানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে।রামদার কুপে আহত শেকিল খুলিয়াপাড়া কলোনির সিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।আহত শেকিল জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তার বোনকে উত্যক্ত করে আসছিল একই এলাকার বখাটে রাসেল।এই উত্যক্তের প্রতিবাদ করায় আজ সোমবার তার উপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, লামাবাজার খুলিয়াপাড়া কলোনি থেকে রামদা হাতে ৮-১০ জন যুবক শেকিলসহ দুই যুবককে ধাওয়া করে। ওই যুবকরা লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশে গিয়ে শেকিলসহ আরেক যুবককে কুপিয়ে জখম করে। এসময় একটি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা।এ ব্যাপারে লামাজাবার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, ছাত্রদলের তোফায়েল গ্রুপের রাসেল, সবুজ, সাবুর নেতৃত্বে খুলিয়াপাড়া সিরাজ মিয়ার ছেলে শেকিল মিয়া (১৮) ও তার বন্ধু সেলিম গুরুতর আহত হন। তাদের ওসমানী হাসপাতে ভর্তি করা হয়েছে।তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন মাসুদ রানা।