শাহজালাল (রহ.) মাদরাসায় ছাত্র খুন : একমাত্র আসামির মৃত্যুদন্ড

death_penaltyসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাদরাসায় সহপাঠি আমির আব্বাসকে খুনের ঘটনায় একমাত্র আসামি শাহ্ সাইফুর রহমানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রবিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সাইফুর রহমান সিলেটের ওসমানীনগরের গলমুকাপন গ্রামের শাহ্ মতিউর রহমানের ছেলে। সে পলাতক রয়েছে। অন্যদিকে খুন হওয়া আমির আব্বাস সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামের আবদুস সালামের ছেলে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী জানান, ২০১২ সালের ২৫ জুন ওই মাদরাসায় সহপাঠি সাইফুর রহমানের (২২) হাতে খুন হয় হিফজ বিভাগের ছাত্র আমির আব্বাস (১৮)।
খুনের ঘটনায় আমির আব্বাসের বাবা আবদুস সালাম নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সাইফুর রহমানকে একমাত্র আসামি করে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করে।
তিনি আরো জানান, বিচারিক আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রবিবার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী এবং বাদিপক্ষে ছিলেন সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেক।