লাউয়াছড়া থেকে সেগুন গাছ পাচার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: লাউয়াছড়া উদ্যান থেকে বিশাল একটি সেগুনগাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। সোমবার ভোর পৌনে ৬টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ডাকাতির পুল নামক স্থানে ওই গাছটি বনদস্যুরা কেটে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার চিহ্নিত গাছচোর আজ ভোরে লাউয়াছড়া বনের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ডাকাতির পুল নামক স্থানে সড়কের পাশ থেকে বিশাল আকারের সেগুন গাছ কাটে। এ সময় বনদস্যুরা লাউয়াছড়া উদ্যানের প্রবেশ মুখে ও বেতবাগান এলাকায় সড়কে গাড়ি আড়াআড়ি রেখে ব্যারিকেড দিয়ে অবস্থান করে। পরে সেগুন গাছটির খ-াংশ একটি ট্রাকে করে কমলগঞ্জের ভানুগাছ বাজারের দিকে নিয়ে যায়। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, টহল জোরদার থাকার পরও ফিল্মি স্টাইলে ম্যাজিকের মতো গাছচোররা গাছটি নিয়ে চলে যায়। কাঠ আটকে চোরাকারবারীদের ট্রাকের পিছু কেন ধাওয়া করেননি প্রশ্নের জবাবে তিনি বলেন লোকবল কম থাকায় ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাদের পিছু নেয়া সম্ভব হয়নি। তবে বনকর্মীরা কেটে নেয়া গাছের ডালপালা কেটে ৫টি খ-াংশ করে কাঠ জব্ধ করার মধ্য দিয়ে তাদের দায়িত্ব শেষ করে।