সুনামগঞ্জে সার্কিট হাউজে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা

মাছুম আহমদ , সুনামগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউজে প্রধান অতিথি জনাব হাসানুল হক এমপি. মাননীয় মন্ত্রী ,তথ্য মন্ত্রালয় ,জনগণের তথ্য অধিকার আইন ও নৈতিকতার বিষয়ে সাংবাদিকদের সাথে গত ১৬.১০.১৫ খ্রিঃ শুক্রবার রাত ১০ টার সময় সুনামগঞ্জ সার্কিট হাউজে জনগনের তথ্য অধিকার .আইন ও নৈতিকতার বিষয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা এবং মন্ত্রি মহোদয়ের সাথে প্রশ্ন উত্তরে মাধ্যমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এ মত বিনিময় সভায় সাংবাদিকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু উনার বক্তব্যে বলেন , সমন্তিত সাইবার আইন প্রনয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার । এ সাইবার আইন খসড়া তৈরির পর তা নিয়ে আলোচনা করা হচ্ছে । সাইবার জগতে নিরাপত্তা আর হুমকিতে পড়বে না এ আইন প্রনয়নের পর । এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন , সাধারণ সম্পাদক এনাম আহমেদ ,জাসদ নেতা অ্যাডভোকেট রুহুল তুহিন , জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ , কেন্দ্র কৃষক জোট নেতা সালেহীন চৌধুরী শুভ প্রমুখ । তথ্য মন্ত্রী আর ও বলেন , সাইবার জগতে স্বাধীনতার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে অপরাধীরা মানুষের ব্যক্তিগত ,পারিবারিক জোর দার দিচ্ছে । তারা চরিত্র হনন করছে এবং বিভিণœ ধরনের উসকানিতে অপরাধের সীমা লংগন করছে । তাদেরক কঠুর ভাবে শাস্তি দেওয়ার জন্য সরকার খসড়া আইন প্রনয়ন করছে ।