কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Pic-kamalgongকমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারী বখাটের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌমুহনাস্থ ময়না চত্বরে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন তারেকুল ইসলাম, আমির হামজা, শরীফ মিয়া, আং সামাদ, আলমগীর হোসেন, মাহবুব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, গত ক’দিন ধরে মাদ্রাসায় বহিরাগতেদের দৌরাতœ বেড়ে গেছে। এর প্রতিবাদ করলে প্রতিবাদকারী শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এর কোন প্রতিকার না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামেন। পরে মিছিলসহকারে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। কিন্তু নির্বাহী কর্মকর্তা এ সময় বাহিরে থাকায় মোবাইলফোনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
কমলগঞ্জ থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেয়া হবে।