নৃত্যানুষ্ঠান সাউন্ড অব ঘুঙরো ছিলো চমৎকার একটি আয়োজন

1 4খুরশীদ শাম্মী সিবিএনএ।।টরন্টো ৪ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৬টায় টরন্টোর ড্যানিয়েলস স্প্যাকট্রামস ওডিটেরিয়ামের ঘুটঘুটে আঁধারকে তাচ্ছিল্য করে নূপুরের শব্দে মাতিয়ে তুলেছিল টরন্টোতে বেড়ে উঠা শিশু ও কিশোরীর একটি দল। শুধু তাই নয়, তাল এবং ছন্দে গাঁথা ঐ নূপুরের শব্দগুলো উপস্থিত প্রতিটি দর্শকদের হৃদয়ে এনে দিয়েছিলো একটি ভিন্ন মিষ্টি অনুভুতি। হয়তো ঠিকমতো কথাও বলতে শেখেনি এমন শিশুরা প্রজাপতি সেজে মঞ্চে পাখা মেলে নেচে গেলো নির্দ্বিধায়। একবিশ্ব শতাব্দীর কিশোরীরা সাবলীলভাবে নাচলো ষাট এবং সত্তুর দশকের চলচিত্রের গানের সাথে। তাঁদের অঙ্গভঙ্গিতে ছিলো না কোন প্রকার জড়তা। রবীন্দ্রসংগীত কিংবা নজরুলগীতি‘র কথা এবং সুরে মিশে যেতেও ভুল করেনি তারা। রুমানা চৌধুরীর লেখা আমি নারী কবিতাকে মাহিয়া হাবীব রিংকেল এবং তাসনীম আহমেদ অর্ণি, পাকা নৃত্যশিল্পী মিঠুন রেজা’র সংস্পর্শে বর্ণনা করে এক অদ্ভুত নৃত্যাভিনয়ে। হ্যাঁ, এই শিশু-কিশোরীর দলটিতে ছিলো শিল্পী অরুণা হায়দার পরিচালিত সুকুন্যা নৃত্যাঙ্গনের শিক্ষার্থী ঋষিকা, নবদিতা, প্রিয়ন্তী, ইন্দ্রীমা, পারিসা চৌধুরী, আসমিতা ব্যানারজী, মিষ্টি, রায়না রাকিব, হৃদা রহমান, অবন্তী, লিয়ানা, আপওলা, মন্দিরা চৌধুরী, প্রার্থনা পল, তাসনীম আহমেদ অর্নি, মাহিয়া হাবীব রিংকেল, রচনা খন্দকার, শ্রেয়া সাহা, নাজিয়া হক। আর এই ক্ষুদে শিল্পীরা এত মনোযোগ দিয়ে পরিবেশনা করছিলো তাদের বিদ্যাপীঠ সুকন্যা নৃত্যাঙ্গন আয়োজিত নৃত্যানুষ্ঠান “সাউন্ড অব ঘুঙরো”তে। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন অরুণা হায়দার নিজে এবং অতিথি শিল্পী হিসেবে দক্ষ্য নৃত্যশিল্পী উমামা নওরোজ ইত্তেলা, মিঠুন রেজা এবং সীমা বড়ূয়া। তাঁদের সবার পরিবেশনায় ছিলো তাল, ছন্দ, অভিনয়ের এক নিখুঁত সংমিশ্রণ এবং চমৎকার আকর্ষন। পরিচ্ছন্ন উচ্চাঙ্গ নৃত্য নির্বাচন, মঞ্চসজ্জা, শিল্পীদের পোশাক এবং সাজসজ্জা, উপস্থাপিকা রুমানা চৌধুরী, মেরী রাশেদিন এবং রাশিদা মুনির এর এক সুতোয় গাঁথা স্পষ্ট উপস্থাপনা অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। তিনি স্কুলের গ্রজুয়েট শিক্ষার্থী শ্রেয়া সাহাকে মঞ্চে পুরস্কৃত করেন। কবি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চাকে প্রশংসা করেন এবং গুরু-শিশ্য সকলের জন্য আশীর্বাদ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত করতালীতে মুখোরিত করে উপস্থিত সকলে কবির মতো করেই তাদের সাফল্য কামনা করে।