সিলেটের অর্জুনের সাথে পাওলি দামের রোমান্স, শিগগির বিয়ে
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটি তরুণের সঙ্গে চুটিয়ে রোমান্স চলছে কলকাতার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পাওলি দামের। শুধু রোমান্স নয়, শিগগির বিয়ের পিঁড়িতেও বসছেন তারা। বিয়ের পর বরের জন্মস্থান সিলেট ঘুরে দেখারও আগ্রহ প্রকাশ করেছেন পাওলি। অর্জুন দেব নামের ওই যুবক বর্তমানে ভারতের গুয়াহাটিতে পরিবারের সাথে বসবাস করছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন পাওলি নিজে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই পাওলি স্বীকার করে নিলেন গুয়াহাটির ছেলে অর্জুন দেবের সঙ্গে প্রেম করছেন তিনি। তার চেয়ে ৫ বছরে ছোট অর্জুনের সাথে বিয়েরও আনুষ্ঠানিকতা সেরে নেবেন শিগগিরই।
নিজের প্রেমিক ও হবু বর সম্পর্কে পাওলি বলেন- অর্জুনের জন্মস্থান বাংলাদেশের সিলেটে। তার পরিবার গুয়াহাটিতে সেটেল্ড। অর্জুনদের অনেক আত্মীয়-স্বজন এখনো সিলেটে আছেন। তাদের নিয়মিত যোগাযোগও আছে।
অর্জুনের পছন্দের খাবারের কথা জানাতে গিয়ে পাওলি তার সাক্ষাতকারে বলেন- ‘অর্জুন শুটকি মাছ খেতে খুব পছন্দ করে। সিলেটী মাছের শুটকি তার খুই ফেভারিট’।
বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পাওলির পরিচয় হয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। পাওলির বয়স ৩৫ হলেও অর্জুনের বয়স ৩০। তার পরেও তাদের দুজনের বোঝাপাড়াটা চমৎকার। এমনকি ‘ছত্রাক’ মুভিতে তার নগ্ন দৃশ্যটি নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই অর্জুনের।
অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণ বলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান।
অর্জুনের বাড়ি গুয়াহাটিতে হলেও বিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। কলকাতায় থাকলেও অর্জুনকে নিয়ে বিয়ের পর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন।