‘চৌধুরী সুফিয়ানের নামে নামকরণ হবে জেলা পরিষদ অডিটোরিয়াম

sufiyan1সুরমা টাইমস ডেস্কঃ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন একজন নির্লোভ, নিরহংকারি, সৎ, আদর্শবান দেশ প্রেমিক। প্রগতিশীল রাজনীতির পুরোধা। তিনি কেবল আওয়ামী লীগ নয়, সকল মহলের কাছে প্রিয় একজন মানুষ ছিলেন তিনি। একজন দক্ষ প্রশাসক হিসেবেও তিনি ছিলেন সফল। সিলেটের অভিভাবক বর্ষীয়ান এ রাজনীতিবিদের স্মরণে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামের নামকরণ হবে ‘আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান অডিটোরিয়াম’।
শনিবার দুপুরে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরণে নাগরিক শোকসভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে এ প্রস্তাবটি পাশ হয়।
সিলেট মহানগর আওয়ামীর লীগের সভাপতি ও নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শোকসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় শোকসভায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, জাতীয় সংসদের হুইপ মোঃ সাহাব উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভবিাজার জেলা পরিষদের প্রশাসক, গণপরিষদের আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ভাই আব্দুল কাদির চৌধুরী, সংসদ সদস্য ইমরান আহমদ, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়া, ড. আব্দুল মুবিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, গণতান্ত্রিক পার্টির সিলেট জেলা সভাপতি আরশ আলী, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা বজলুল করিম, জাসদ সভাপতি কলন্দর আলী, ন্যাপ সভাপতি ইসহাক আলী, সাম্যবাদী দলের সভাপতি ধীরেন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদেরে ডেপুটি কমাণ্ডার আব্দুল খালিক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
শোকসভা শেষে মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।