শ্রদ্ধা-ভালবাসায় জাতীয় কবিকে স্মরণ

2015_08_27_10_32_18_Poet Nazrul Islamসুরমা টাইমস ডেস্কঃ ‘যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,/ অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে / বুঝবে সেদিন বুঝবে!’ লাইনগুলো বাঙালি জাতির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ’ কবিতার কয়েকটি লাইন।
হ্যাঁ, আজ তুমি নেই অথচ অস্তপারের সন্ধ্যাতারায় তোমার খবর পৌঁছে দিয়েছে এই জাতি। তুমি দ্রোহের কবি, তুমি সাম্যের কবি, তুমি বিদ্রোহী কবি, তুমি আমাদের জাতীয় কবি।
আজ ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী। ৩৯তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় কবিকে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেছে বাঙালি জাতি।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে সর্ব প্রথম শ্রদ্ধা নিবেদন করেন কবি নাতনি মিষ্টি কাজী।
এরপর কবিকে একে একে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. আবদুস সোবাহান গোলাপের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপি নেতারা কবিকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।