সিলেট-ঢাকা মহাসড়ক ২৮ আগস্ট ১৮ ঘন্টা বন্ধ থাকবে!

Shahporan Bridgeসুরমা টাইমস ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহবাজপুরে তিতাস নদীর সেতুর (শাহবাজপুর সেতু) ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের জন্য ২৮ আগস্ট, শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
সওজ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট মহাসড়কের (ঢাকার কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট, শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, নির্ধারিত সময়ের আগেই বেইলি ব্রিজ স্থাপন কাজ শেষ করার চেষ্টা করা হবে।