পাপিয়ার মুক্তির দাবি জানিয়েছে সন্তানরা

89110_papiaসুরমা টাইমস ডেস্কঃ সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড. আসিফা আশরাফী পাপিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে তার সন্তানরা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় পাপিয়ার দুই মেয়ে নিশাদ সাদিয়া রশিদ সূচনা ও রিফাত রাইদা রশিদ অনন্যা এবং ছোট ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি। লিখিত বক্তব্যে পাপিয়ার ছোট ছেলে রাফি বলে, আমার মায়ের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের মা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিনের আবেদন জানান। আদালত ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং পরে নিম্ন আদালতে হাজির হতে বলেন। হাইকোর্টের এ নির্দেশনা মেনে তিনি ঢাকার সিএমএম আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আমার মা এখন কারাগারে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে তাকে পুনরায় মতিঝিল ও পল্টন থানার আরও তিনটি পেনডিং মামলায় গ্রেপ্তার (শ্যো’ন অ্যারেস্ট) দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। এখন আমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। আমরা মায়ের ন্যায়বিচার চাই।
বড় মেয়ে সূচনা বলেন, আমি সবে মাত্র ‘এ’ লেভেল শেষ করেছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনেক পড়ালেখা দরকার। কিন্তু মায়ের কারাগারে থাকা ও বাবার অসুস্থতার কারণে আমি সংসার সামলাতে গিয়ে পড়ালেখা করতে পারছি না। আমি মায়ের জন্য ন্যায়বিচার চাই। আমরা অবিলম্বে মায়ের মুক্তি চাই। মা কারাগারে থাকায় বাবাও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারছে না।