পেশোয়ারে সেনা স্কুলে বোমা হামলা : ৭ জনের মত্যুদন্ড

5.-pakসুরমা টাইমস ডেস্কঃ গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের পেশোয়ারে একটি সেনা স্কুলে বোমা হামলায় ১৫১ জনের (যাদের বেশির ভাগই শিশু) মৃত্যুর ঘটনায় সাত সন্ত্রাসীকে মৃত্যুদন্ড দিয়েছে সেনাবাহিনীর একটি আদালত।
বৃহস্পতিবার আদালতের দেয়া রায়ের পর সেনাবহিনীর গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ ওই সাতজেনর রায় অনুমোদন করেন।
দেশটির সংবাদ মাধ্যম দ্যা ডন বলছে, বোমা হামলায় নৃশংসভাবে শিশুসহ ১৫১ জনের মত্যুর ঘটনার পর প্রতিষ্ঠিত সামরিক আদালতে দেয়া এটিই প্রথম রায় যেখানে ঘটনার সাথে জড়িত থাকায় সাতজনকে মৃত্যুদন্ডের রায় দেয়া হলো।
তবে আন্ত:বাহিনী জনসংযোগ (ISPR) থেকে বলা হয়েছে, মৃত্যুদন্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে সিন্ধু প্রদেশের পেশোয়ারে একটি সেনা স্কুলে তালেবান সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনায় ১৫১ জন নিহত হন যাদের মধ্যে ১৪০ জনের বেশি শিশু। আলোচিত ওই ঘটনার পর বিচারের জন্য দেশিটর সংবিধানে ২১তম সংশোধনী এনে সামিরক আদালত গঠন করে হয়।