মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আব্দুল লতিফের ঢামেকে মৃত্যু

Abdul latifসুরমা টাইমস ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি বাগেরহাটের আবদুল লতিফ তালুকদার (৭৫) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈদের পরদিন সুস্থ অবস্থায় তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।  এর পর ২৩ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বাগেরহাটের পারিবারিক কবরস্থানেই তার লাশ দাফন করা হবে। গত বছরের ৫ই নভেম্বর আবদুল লতিফ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটে বিভিন্ন এলাকায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিষয়ে তিনটি অভিযোগ আনা হয়েছে।