সাংবাদিক রাশেদীন ফয়সাল আর নেই
সুরমা টাইমস ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাংবাদিক রাশেদীন ফয়সাল। ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার বিকেল ৬টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে। ইন্নালিল্লাহি………………রাজিউন।
গত ১৩ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ বাড়ি থেকে সিলেট শহরে আসার পথে লালমাটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৩ জুলাই রাতেই তাকে ঢাকা মহানগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসা শেষে তাকে স্থানান্তর করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।