প্যারিস বাংলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

1233আবু তাহির: গত বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে প্যারিস-বাংলা প্রেস ক্লাব এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিস -বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী ,বাংলাদেশ ইয়থ ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক টি এম রেজা,ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সামাজিক সংগঠন মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী,সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন ,উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহমদ আলী দুলাল,মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলো,ফেন্চুগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান ,বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি ফারুক আহমদ,স্বরলিপি সাংস্কতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন বালা,বিএনপি নেতা ইলিয়াছ কাজল,ওমর গাজী ,চাদপুর সমিতি ফ্রান্সের হাবিব খান,
প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান বাবুর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ঈদ আড্ডায় বক্তব্য রাখেন,লন্ডন প্রবাসী বাবর হোসেন ,সেলিম আল দিন,প্যারিস -বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখন্জি,সহ সাধারণ সম্পাদক মাম হিমু,সৈয়দ সাহিল,প্রচার সম্পাদক নয়ন মামুন,প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ,সম্মানিত সদস্য ফরিদ আহমদ পাটুয়ারী রনি,জুনেদ ফারহান ও মাজহার প্রমুখ।
ঈদ আড্ডা ও পুনর্মিলনীতে বক্তারা বলেন, পরবাসের ঈদ যতই আমাদের আনন্দ দিয়ে যাক না কেন,দেশের পরিবার পরিজনের সাথে ঈদ না করার ব্যথা মনের মধ্যে উকি দিয়ে যায়। শেকড়ের টান আমাদের মনে নাড়া দিয়ে যায়। কিন্তু যখন প্রবাসী বাংলাদেশীরা একে অন্যের সাথে হাতে হাত ,বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করি তখন সকল দুঃখ ভুলে যাই। এতেই আমাদের সুখের বহিপ্রকাশ ঘঠে। বক্তারা প্রথমবারের মত প্যারিসে বাংলাদেশী কমিউনিটি নিয়ে এ রকম ঈদ পুনর্মিলনী ও জম্পেশ আড্ডার আয়োজন করায় ধন্যবাদ জানান।