দোয়ারাবাজারে বাঁশতলা কলোনীর শতাধিক পথশিশু পেল ঈদের নতুন পোষাক

PIC-SHOJON SUNAMGANJদোয়ারাবাজার থেকে সংবাদদাতাঃ “ওরাও মানুষ, ওদেরও দাবি আছে, ওদের কথাও শুনতে হবে, ওদের কাছেও যেতে হবে” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হতদরিদ্র পরিবার ও ছিন্নমুল শতাধিক পথশিশুর মধ্যে নতুন পোষাক বিতরণ করা হয়।
জেলার তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম পল্লী বাঁশতলা শহীদ মিনার সংলগ্ন অতিথি ভবন চত্বরে স্বজন সমাবেশের পোষাক বিতরণ অনুষ্ঠানটি পথশিশুদের মধ্যে ঈদের আগাম আনন্দবার্তা বয়ে এনেছে।
পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির সভাপতি ও যুগান্তরের ষ্টাপ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যাক্তিগত অনুদানে তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতকের স্বজন , গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে বৃহস্পতিবার শতাধিক পথশিশুর হাতে নতুন পোষাক তুলে দেন।
যুগান্তরের ষ্টাপ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, ছাতক স্বজন সমাবেশের সদস্য সচিব সাংবাদিক বিজয় রায়, দোয়ারাবাজারের স্বজন ও সাংবাদিক আশিস রহমান, ছাতকের স্বজন তাজিম হোসেন, অপু হাবিব, আতিকুর রহমান সোহাগ, তাহিরপুরের স্বজন সাকিব আল হাসান , জহরুল ইসলাম জনিক, তাসনিন সরোয়ার আনিকা, শাহ মোহাম্মদ আজাদ, দোয়ারাবাজারের স্বজন সোহেল রানা, আলী আলম, মিজানুর রহমান, শাহীন মিয়া ও প্রবীণ ব্যাক্তিত্ব সোনা মিয়া প্রমুখ উপস্থিত থেকে বিকেল থেকে সন্ধা পর্য্যন্ত শিশুদের হাতে পোষাক তুলে দেন।