সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল

BNP Sylhet City Iftar Photo -12-07-15বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিলেট মহানগর শাখার উদ্যোগে রোববার সিলেটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সম্মানে নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর। কিন্তু বেশী অসুস্থ থাকায় আসতে না পেরে সিলেটবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
অনুষ্ঠিত মাহফিলে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি, শিক্ষক, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও সুস্থতা, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চেীধুরী বীর বিক্রমের আশু রোগ মুক্তি সুস্থতা কামনা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কারামুক্তি ও সুস্থতা এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এহিয়া রেজা চৌধুরী রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, জেলা যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, জেলা যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, আজমল বখত্ সাদেক, মিফতাহ সিদ্দীকি, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ হোসেন চৌধুরী, সিটি কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিন, সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, ডা: নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, মুকুল মোর্শেদ, এম এ রহিম, মুফতী নেহাল উদ্দিন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া চৌধুরী, সাধারন সম্পাদিকা এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দীকি, সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, খেলাফত মজলিসের মহানগর সভাপতি বজলুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ। বিজ্ঞপ্তি