মৌলভীবাজারে সরকার ঘোষিত শ্রম আইন ও নিম্নতম মজুরি কার্যকর

বিনা বেতনে শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানের সিদ্ধান্ত

মশাহিদ আহমদ, মৌলভীভাজার ঃ মৌলভীবাজারে উপ-শ্রম পরিচালক-হোটেল মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে হোটেল সেক্টরে সরকার ঘোষিত শ্রম আইন ও নিম্নতম মজুরি কার্যকর, বিনা বেতনে শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের মধ্যে শ্রম পরিদপ্তর চা-শিল্প শ্রম কল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালকের উদ্যোগে গত ২ জুলাই অনুষ্টিত ত্রিপক্ষীয় বৈঠক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। শ্রীমঙ্গলস্থ উপ-শ্রম পরিচালকের কার্যালয়ের উপ-শ্রম পরিচালক মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্টান সমূহ পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শকের পক্ষে শ্রম পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ই্উনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতির পক্ষে মোঃ আবু তাহের (তপন), হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি মোঃ মোস্তফা কামাল, হোটেল শ্রমিকনেতা রাজু আহসান ও শফিক মিয়া। উল্লেখ্য- দীর্ঘদিন যাবত হোটেল শ্রমিকরা তাদের আইনগত অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করে আসলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত করছিলেননা। উপরন্ত আন্দোলনকারী নেতৃত্বকে দমন করতে মালিকপক্ষের মিথ্যা মামলায় হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালসহ অনেককেই কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। এসব আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত ১৪ জুন হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক মৌলভীবাজার বরারব স্মারকলিপি দিয়ে, বিনাবেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদ বোনাস প্রদান, সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও শ্রম আইন কার্যকর করার দাবি জানানো হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান শ্রম পরিদপ্তরের শ্রীমঙ্গলস্থ উপ-শ্রম পরিচালক মোঃ গিয়াসউদ্দিনকে মালিক-শ্রমিক সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করেছিলেন। এর প্রেক্ষিতে উপ-শ্রম পরিচালকের উদ্যোগে উল্লিখিত ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত এবং হোটেল সেক্টরে সরকার ঘোষিত শ্রম আইন ও নিম্নতম মজুরি কার্যকর, বিনা বেতনে শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় গৃহিত সিদ্ধান্তকে মালিক-শ্রমিক উভয় পক্ষই স্বাগত জানিয়েছেন। এদিকে, উপ-শ্রম পরিচালক-হোটেল মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক এবং বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসক, উপ-শ্রম পরিচালক, হোটেল মালিক ও হোটেল শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসকাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা।