ছাতকে ফল কেনার জের ধরে গণসংঘর্ষ, আহত ৭০

natore aleage bnp fightসুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের পক্ষে অবস্থান নিয়ে ১২টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭০ জনের হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাতক উপজেলা সদরে এ সংঘর্ষ হয়।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সিরাজ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সোয়া ৯টা পর্যন্ত ৭০ জন আহত চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার মুক্তিরগাঁওয়ের এক ব্যক্তি ও পৌর শহরের চরেরবন গ্রামের অপর এক ব্যক্তির সঙ্গে ফল কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। মুক্তিরগাঁও গ্রামের পক্ষে উপজেলার আট গ্রাম এবং চরেরবন গ্রামের পক্ষে চার গ্রাম বিভক্ত হয়ে সংঘর্ষ হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) সাইফুল ইসলাম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।