অবশেষে কেঁদেই দিলেন সেই ঠাণ্ডা মাথার ধোনি!
সুরমা টাইমস ডেস্কঃ ক্রিকেটে বাংলাদেশে শুধু ভারত জয় করেনি। বাংলাদেশ যেন আজ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নেয়া না হলে বাংলাদেশ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলত বলে যে ধারনা করা হয়েছিল সেটা যেন আরেক বার পরিস্কার হলো। এ নিয়ে আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদনে লেখা হয়েছে সেই ঠাণ্ডা মাথার ধোনি কেঁদে দিলেন!
বাংলাদেশ ভারতের ম্যাচ মেষে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন : বাংলাদেশের কাছে লজ্জাজনক সিরিজ হার, অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত ধোনির। মেজাজটাই হারিয়ে ফেললেন। নিজ দেশীয় সাংবাদিকদের প্রবল চাপের মুখেও কোনওদিন সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়েননি।
ধোনির মেজাজটাই ছিল অন্যরকম। সেই ধোনির চোখে জল বাংলাদেশের কাছে সিরিজ হারের পর! একেবারে কাঁদো কাঁদো অবস্থা। শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে ধোনির মন্তব্য, অধিনায়কত্ব চলে গেলে সাধারন ক্রিকেটার হিসেবে খেলতে তিনি তৈরি।