মুসলিম বিশ্বকে রমজানে ওবামার শুভেচ্ছা

BERLIN, GERMANY - JUNE 19:  U.S. President Barack Obama
BERLIN, GERMANY – JUNE 19: U.S. President Barack Obama

সুরমা টাইমস ডেস্কঃ মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রমজান মাস শুরুর আগ মুহূর্তে তার নিজের এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।
শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রমজানে পরিবার ও সমাজের সবার ইফতার এবং নামাজে একত্রিত হওয়ার বিষয়টি মুসলিম সমাজ-সংস্কৃতির বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে। এটি এমন একটা সময়, যখন প্রতিকূলতার মধ্য দিয়ে বিশ্বাস, অনুকম্পা, ক্ষমা ও অধ্যবসায় জোরদার করা যায়। দানের এই মাসে সংঘর্ষ, ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ-ব্যাধিতে আক্রান্ত মানুষদের সাহায্য করতে পুরো মুসলিম বিশ্ব হাত বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় গোষ্ঠীগুলোর বৈচিত্র এবং দেশাত্মবোধ সবাইকে শক্তি জোগায়। যার যার ধর্ম চর্চার স্বাধীনতা স্মরণ করিয়ে দেয় যে, যুক্তরাষ্ট্রের সবাই একই মূল্যবোধেরও অংশীদার।