ধর্মীয় বিষয়ে মুসলমান জাতিকে সুষ্ট দিকনির্দেশনা দেয়া ইমামদের গুরু দায়িত্ব

প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান

Imam Somiti- 14.5.15জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, ইমামগণ হচ্ছেন ধর্মীয় নেতা। কেবল মসজিদের ইমামতির মধ্যে ধর্মীয় নেতাদের কর্মক্ষেত্র না রেখে মানবিক মূল্যবোধ দেশপ্রেম ও ইসলামের সঠিক দিক নির্দেশনা জাতিকে জানিয়ে দিতে হবে। বিশেষ করে যেসব বিষয়ে মতবিরোধ আছে, সে সব বিষয়ের দালিলিক প্রমানসহ ইসলামের মূল বক্তব্য জনগণের সামনে তুলে ধরা ধর্মীয় নেতাদের অপরিহার্য দায়িত্ব। আগামী ৯জুন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে কবি নজরুল অডিটরিয়ামে মাযহাব শীর্ষক সেমিনার সফলের লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক দাওয়াতী কাফেলা প্রিন্সিপাল হাবীবুর রহমানের সাথে সাক্ষাত করতে গেলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রিন্সিপাল আরো বলেন বর্তমান সময়ে ইমাম সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যান্ত প্রশংসনীয়। আমি সেমিনার সফলের জন্য সার্বিক সহযোগিতা ও সফলতা কামনা করি।
ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্তে ৫ সদস্যের এক দাওয়াতী কাফেলা কাজির বাজার মাদ্রাসায় যান। কাফেলার সাথে ছিলেন ইমাম সমিতির সহসভাপতি মাওলানা আহমদ হোসাইন, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাসিব, সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ। প্রেস বিজ্ঞপ্তি