সিলেটে হায়হায় কোম্পানি কর্তৃক টাকা আত্মসাত : প্রতিবাদে এবং শাস্তির দাবীতে মানববন্ধন

IMG_1159 copyসুরমা টাইমস ডেস্কঃ গতকাল শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ভুয়া সমিতি দিগন্ত বহুমুখি সমবায় সমিতির কর্মকর্তা বশির আহমদের শাস্তির দাবী এবং টাকা উদ্ধারের প্রতিবাদে ভুক্তভুগি এবং এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সহায়তায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি ও কাউন্সিলর শামীমা স্বাধীন, রেহানা ফারুক শিরিন, মোঃ আলী হোসেন, সামসুদ্দিন শামীম, রবিউল হক, রুহুল আমিন, সাহাব উদ্দিন, রেজাউল করিম, আব্দুল কাইয়ুম, রিনা বেগম, আনু বেগম, আলফাতুন বেগম, রাজিয়া বেগম, মালেকা, বাবুল মিয়া, এলাইছ মিয়া, খাছা মিয়া, শাহীদা, মন্নান মিয়া, মনোয়ারা বেগম, লায়লা বেগম, হাফছা বেগম, ইসমাঈল মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, দিগন্ত বহুমুখি সমবায় ভুয়া সমিতির কর্মকর্তা বশির আহমদ কর্তৃক সহজ সরল, অসহায় পুরুষ মহিলাদের কাছ থেকে দিগন্ত বহুমুখি সমবায় সমিতির নামে সঞ্চয় বাবত প্রায় চার কোটি আত্মসাত করে উদাও হয়েছেন বশির আহমদ। তার প্রায় ৯মাস পার হয়ে গেল কিন্তু এখনও সন্ধান মিলেনি বশিরের। বশিরের বাসা বাড়িতে খোজ নিতে গেলে সে আত্মগোপনে পালিয়ে থাকে। আশপাশের লোকজন জানায় তাকে প্রায় সময় দেখতে পায় কিন্তু এসমস্ত গরিব মানুষরা টাকা পয়সা দিয়ে বিপাকে পরেছে এখন। কেউ কেউ স্বামী ছাড়া আবার কেউ বাড়িঘরে যেতে পারছেনা তাদের অভিভাবকদের ভয়ে। এব্যাপারে জালালাবাদ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।