বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে সিতাসাপ-এর সাহিত্য আসর

STSP-Picবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট তাওহিদী সাহিত্য পরিষদ (সিতাসাপ) এর সাহিত্য আসর ৮মে শুক্রবার ৫ঘটিকার সময় নগরীর সিটি বাণিজ্যিক ভবনের পেছনের মার্কেটের ২য় তলা সিলেট মিডিয়া সেন্টানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কবি মামুন সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কলম গবেষণা পরিষদ বাংলাদশ-এর সহকারী সম্পাদক ও সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার আবদুল কাদির।

সংগঠনের সভাপতি আবদুল কাদির জীবনের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমদ আলী আরিফের পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন পরিষদের সহ সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আ জ ম সাদিক, অর্থ সম্পাদক আজহার উদ্দিন অপু, সাহিত্য সম্পাদক এইচ বদরুল আলম রোমান সমাজ কল্যাণ সম্পাদক রাসেল আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক এনামুল হক, ক্রীড়া সম্পাদক এস এ জে এম উবায়দুল্লাহ, আবদুল আজিজ জাফরান, আবুল হাসান, সালমান সাবেক প্রমুখ।
উপস্থাপিত লেখার সমালোচনা ও বক্তব্য পেশ করেন প্রধান অতিথি কবি মামুন সুলতান। তিনি বলেন, সাহিত্য হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য এক অংশ। একজন সাহিত্যিক তার সাহিত্যের মাধ্যমে মানুষের মনে চিন্তার জগত নির্মাণ করতে পারেন। মানুষ চিন্তার খোরাক পায়। সাহিত্যের মাধ্যমেই ভাবনার নবদিগন্ত উন্মোচিত হয়। তিনি বলেন, সাধনার মাধ্যমেই সাহিত্যজগত জয় করতে হবে। সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। মানুষ নিজের সাধনার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারে।
বিশেষ অথিতি তার বক্তব্যে বলেন, যুবসমাজ আজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছে। চারিদিকে শুধু অশ্লীল সাহিত্য চর্চা পরিলক্ষিত হচ্ছে। জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে প্রয়োজন একদল দক্ষ ও যোগ্য কলমসৈনিকের।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আবদুল কাদির জীবন বলেন, একতাই শক্তি। আমরা সব যুবক যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে এ সংগঠনই একদিন সমাজে বিপ্লব সৃষ্টি করবে। আমরা সেদিনের প্রত্যাশা করছি। বিজ্ঞপ্তি