নূরজাহান হসপিটালে ভূমিকম্পে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার উপর মহড়া

Fair Sarvise Photo-6-5-15গত ৬ মে বুধবার নগরীর দরগা গেইটস্থ নূরজাহান হসপিটাল লিঃ-এ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও কমিউনিটি ভলান্টিয়ারি সার্ভিস আয়োজিত ভূমিকম্পে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণের উপর নূরজাহান হসপিটালের চেয়ারম্যান ডা: নাসিম আহমদের তত্ত্বাবধানে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিলেট শহরের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও কমিউনিটি ভলান্টিয়ারি সার্ভিসের এসিসটেন্ড ডাইরেক্টর (সিসি) মোঃ শাহিদুর রহমানের নেতৃত্বে নগরীর দরগা গেইটস্থ নূরজাহান হসপিটাল লিঃ-এ নিয়ে আসেন। এক সাথে এতো বেশী আহতদের সুশৃংখলভাবে নূরজাহান হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করেন। নূরজাহান হসপিটালের চেয়ারম্যান ডাক্তার নাসিম আহমদ সার্বিক চিকিৎসা ব্যবস্থা তদারকি করে ইর্মাজেন্সি ইউনিট আই.সিউ ইউনিট ও ওটি ইউনিটে আহত রোগীদের দ্রুত প্রেরণ করেন। সিভিল ডিফেন্স এ
মহড়া চলাকালে হসপিটালের সামনের রাস্তা লোকেলোরণ্য হয়ে যায়। এই মহড়ায় হসপিটালের চেয়ারম্যান ডাক্তার নাসিম আহমদের নেতৃত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হসপিটালের ডাইরেক্টর সারাহ বিনতে নাসিম, ডাইরেক্টর সাফি মো: নাহিয়ান, ডা: সাইফুল্লাহ (সিএমও), ডা: সুমন লাল দে (আরএমও), নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, শিপ্রা চক্রবর্তী, স্বম্প দে, এইচ এম মাহবুব (ম্যানেজার), শারমিন আক্তার নার্সিং সুপার, মো: হুমায়ুন কবির সুপারভাইজার, মো: মুজাম্মিল হোসেন কনক, জুয়েল আহমদ, মোহাম্মদ আলী, আজিজুর রহমান রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি