সিলেটকে আধ্যাতিক রাজধানী গোষনা করতে হবে : শেখ মখন মিয়া চেয়াম্যান

Mokhon Miahআধ্যাতিক রাজধানী সিলেটকে সরকারী ভাবে ঘোষনার দাবিতে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের নেতা জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি জননেতা শেখ মখন মিয়া চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক মো: ইসলাম আলীর পরিচালনায় সভাপতির বক্তব্যে শেখ মখন মিয়া চেয়ারম্যান বলেন, শাহ জালাল (র.) ও শাহ পরান (র.)-র স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেটকে আধ্যাতিক রাজধানী সরকারী ভাবে ঘোষনার দাবিতে আমি বিভিন্ন সভা সমাবেশে আহবান জানিয়ে আসছি। শাহ জালাল (র.)-র পূন্যভূমি সিলেটকে আধ্যাতিক রাজধানী সরকারী ভাবে ঘোষনা করার দাবিতে জনমত গঠনের লক্ষ্যে ভক্তবৃন্দ পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ, পাড়া-মহল্লায় কমিটি গঠন, প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষরীত দাবি তুলে ধরা সহ সিলেট অঞ্চলের মন্ত্রী এমপি সহ সবার সহযোগীতায় সিলেটের মর্যাদা বৃদ্ধিতে দলমত নির্বিশেষে সবার সহযোগীতা নিয়ে বিশেষ করে সংবাদ পত্র ও সাংবাদিকদের সহযোগীতায় ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আধ্যাতিক রাজধানী সরকারী ভাবে ঘোষনা আদায় করতে পারবো। আমি মরার আগে যেন এই দাবিটা বাস্থবায়ন দেখে যেতে চাই। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কাজী নুরুল আলম চৌধুরী, ডা: আকিজ আলী, মো: আং মালিক জামানী, ফকির শরীফুল আলম মাইজভান্ডারী, সাইফুল আলম, উস্তার আলী মাষ্টার, মো: আনা মিয়া, আমিরুল ইসলাম কবির, আলহাজ বুলবুল আহমদ প্রমুখ।