ফার্স্ট স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা

Dilowarসিলেটের ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই ইংরেজী শিক্ষায় পারদর্শী হতে হবে। ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। গত ৭ মে বৃহস্পতিবার সকালে খাদিম নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এয়ারপোর্ট গেইট বড়শলার ফার্স্ট স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শিক্ষক মুক্তার আহমদের সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের শিক্ষক মোঃ মহসিন কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, বিদ্যালয় প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য সামিউল জাহান।

এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাজনা বেগম, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রিন্সিপাল মোঃ আশরাফ আলী রউফ, সহকারী শিক্ষক মীমতাহা তাবাসুম মুক্তা, রোকসানা ফেরদৌস পান্না, নিলুফা ইয়াসমীন মিলি, সালমা আক্তার কণা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী ফারহানা আক্তার মুন্নি। বিজ্ঞপ্তি