ফের আন্দোলনে নামছেন সিলেটের জ্বালানী তেল ব্যবসায়ীরা

LP_gas_cilinderসুরমা টাইমস ডেস্কঃ সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভায় সম্প্রতি কতিপয় সিলিন্ডারের (আন্ডারওয়েট সিলিন্ডার) ব্যাপারে জারি করা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে ত্রুটিপূর্ণ সিলিন্ডার সংস্কার, প্রতিটি সিলিন্ডারের সাড়ে ১২ কেজি ওজন নিশ্চিত করা, প্রতিটি সিলিন্ডারে পিলফার প্রুফ ক্যাপ ব্যবহার, প্রতিটি সিলিন্ডারে উইন্ডোকাটিং লোগো ব্যবহার, সিলিন্ডার প্রতি শতকরা ১০ ভাগ হারে কমিশন এবং চাহিদা মাফিক ডিলারদের এলপি গ্যাস সরবরাহের নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
রোববার সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক জরুরী সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন-এসোসিয়েশনের সভাপতি মো: মোস্তফা কামাল। সভা পরিচালনা করেন-এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।
এসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাপগঞ্জ এলপিজি প্ল্যান্টের কতিপয় ‘অসাধু’ কর্মকর্তা-কর্মচারী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে তাদেরকে অপসারণের দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আগামী ১৫ মে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে বিদ্যমান সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। অন্যথায় ১৬ মে থেকে তারা এ ব্যাপারে কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ এলপিজি প্ল্যান্টের ডিজিএম মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কিছুদিন ধরে আমরা আন্ডারওয়েট সিলিন্ডার অ্যালাও(গ্রহণ) করছি না। যে কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগও তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, এলপি গ্যাস সংগ্রহের ক্ষেত্রে গত কিছুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপিসি’র নির্ধারিত সিলিন্ডার ছাড়া অন্য কোন সিলিন্ডার গ্রহণ করছে না। এর আগে তারা ঠিকই অন্য সিলিন্ডার অ্যালাও করেছেন। এ কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন বলেও জানানা জুবায়ের আহমদ চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পারভেজ রশীদ, আব্দুল মুনাইম চৌধুরী, মনিরুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, মো: আব্দুল কুদ্দুছ, রইছ আলী, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, সানওয়ার আলী, সজিব কান্তি দাস, নূরুল ওয়াহেদ আলতাফী, মুজিবুর রহমান, মো: আলিম উদ্দিন ও মো: তারেক মিয়া প্রমুখ।