টুকেরবাজারে মেছোবাঘ আটক

tigerসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলায় ফাঁদে আটকা পড়েছে একটি মেছোবাঘ। সোমবার দুপুরে সদর উপজেলার টুকেরবাজার হাইদরপুর গ্রামের লোকজন আটক মেছোবাঘটি বনবিভাগে হস্তান্তর করেন। এর আগে রোববার রাত আড়াইটার দিকে মেছোবাঘটি মাস্টার আবদুল হকের বাড়িতে পাতা ফাঁদে আটকা পড়ে। মেছোবাঘটি আটকের খবর পেয়ে উৎসুক জনতার ভিড় বাড়ে হাইদরপুর গ্রামে।
এলাকাবাসী জানান, সপ্তাহখানেক ধরে সিলেট সদর উপজেলার টুকেরবাজারের হাইদরপুর গ্রামের উৎপাত শুরু করে মেছোবাঘটি। রাতের আধারে এলাকার বিভিন্ন বাড়ি থেকে হাঁস-মুরগী খেয়ে সাবাড় করতে থাকে। মেছোবাঘের উৎপাতে অতিষ্ট হয়ে এলাকাবাসী এর পিঞ্জিরা (খাচা) দিয়ে ফাঁদ পাতেন। রোববার রাত আড়াইটায় হাইদরপুর গ্রামের মাস্টার আবদুল হকের বাড়িতে ফাঁদে আটকা পড়ে বাঘটি। সকালে এলাকাবাসী বনবিভাগে খবর দেন। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা আবু তাহের মাস্টার আবদুল হকের বাড়িতে যান। পরে এলাকাবাসী মেছোবাঘটি বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করেন।