সবুজ সিলেট সম্পাদকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন

Gohainghat Manobbondon News Photo 21-04-15বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা কর্তৃক দৈনিক সবুজ সিলেট পত্রিকা্র সম্পাদক ও প্রকাশক মোঃ মুজিবুর রহমান এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল রোজ মঙ্গলবার বেলা ১২টার সময় গোয়াইনঘাট শহীদ মিনার প্রঙ্গণে মানববন্ধন পালিত হয়। নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা সদস্য ও গোয়াইনঘাট প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে ও জেলা নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য দৈনিক সোনালী কন্ঠে গোইয়ানঘাট প্রতিনিধি শাহান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসকাবের সাবেক সভাপতি আব্দুল মালিক। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শিলা আক্তার। থানা আওয়ামীলীগের সদস্য তাজ উদ্দিন। দৈনিক সংলাপ গোয়াইনঘাট প্রতিনিধি ও প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক করিম মাহমুদ লিমন। সবুজ সিলেট’র গোয়াইনঘাট প্রতিনিধি জাকির হোসেন, রেজাউল করিম, বকুল আহমদ। জাফলং আপনজন যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালিক বলেন, দৈনিক সবুজ সিলেট পত্রিকায় সম্পাদক ও প্রকাশক মোঃ মুজিবুর রহমান-এর উপর তড়িঘড়ি করে যেভাবে মামলাটি রেকর্ড করা হয়েছে তাতে মনে হচ্ছে পরিকল্পিতভাবে কোন একটি মহলধারা প্রভাবিত হয়ে মামলাটি করা হয়েছে। কোন সম্পাদকের উপর মামলা রেকর্ড করতে হলে কিছুটা সময় নিয়ে ধীর গতিতে সত্য মিথ্যা যাচাই করে মামলাটি রেকর্ড করা হলে এ নিয়ে কারো প্রশ্ন থাকার কথা ছিল না। আইনের প্রতি সাংবাদিকরা সব সময় শ্রদ্ধাশীল, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সংবাদ প্রকাশের মাধ্যমে সহযোগীতা করা হয়। তাই অবিলম্বে সবুজ সিলেট সম্পাদকের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রশাসন নিরপক্ষ আচরণ করা উচিত। অন্যতায় প্রশাসনের প্রতি জনগণের আস্থাহীনতার সৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তি