গোপন ক্যামেরার কবলে মন্ত্রী স্মৃতি! (ভিডিও)

srityসুরমা টাইমস ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানি পোশাক বিপণন প্রতিষ্ঠানের ‘ট্রায়ালরুমে’ গোপন ক্যামেরার খোঁজ পেয়েছেন। শুক্রবার গোয়া রাজ্যের উত্তর গোয়া জেলার ছোট্ট শহর কান্দোলিমের একটি বিপণিবিতানের ট্রায়ালরুমে এ গোপন ক্যামেরার খোঁজ পান তিনি।
শুক্রবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্মৃতি ইরানি এদিন কান্দোলিমে গিয়েছিলেন মূলত ছুটি কাটাতে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত গোয়ার কান্দোলিম শহরের কাছে কালাঙ্গুত সৈকতে পর্যটকরা আসেন অবসর কাটাতে।
কান্দোলিমে ‘ফাবিন্দিয়া’ নামের একটি খ্যাতনামা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানে কেনাকাটা করতে যান ইরানি। কাপড় নিয়ে ওই প্রতিষ্ঠানটির ‘ট্রায়ালরুমে’ গেলে গোপন ক্যামেরাটি তার চোখে পড়ে। এরপর গোয়া বিধানসভার স্থানীয় এমপি মাইকেল লোবোকে ডেকে বিষয়টি জানান স্মৃতি ইরানি। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন লোবো।
নারীর শালীনতা ভঙ্গের অভিযোগ এনে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করছে বলেও এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পরে থানায় লিখিত অভিযোগ করেছেন স্মৃতি ইরানি।