শিশু কন্যা জয়ী অপহরণ : অনিতা ও রবিউলের রিমান্ড শুনানি আজ

Joyeeসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে বহুল আলোচিত চার বছরের কন্যাশিশু জয়ী অপহরণ মামলার আসামী অপহরণের মূলহুতা অনিতা ও তার সহযোগী রবিউলকে ফের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জানা গেছে, আজ সোমবার সিলেট মহানগর মেজিষ্ট্রিট শাহেদুল করিমের আদালতে রিমান্ড শুনানীর কথা রয়েছে। এদিকে মামলার প্রধান আসামী শংকর দাম সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি দেয়ার বাদি সন্তোষ কুমার দেব কোতোয়ালী থানার একটি সাধারণ ডায়রী করেছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সিলেট নগরীর শেখঘাট ভাঙাটিকর এলাকার নবীন ৩৪/৩ নম্বর বাসা থেকে বেলা ২টা থেকে আড়াইটার মধ্যেই জয়ীকে অপহরণ করা হয়। পুলিশ প্রশাসনের দীর্ঘ তদন্ত, মামলার অন্যতম আসামী শংকর দাম, অনিতা ও রবিউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আর জয়ীর মা-বাবার অভিযোগের তীর ছিল একই গন্তব্যে। জয়ীর মা-বাবা বলছেন, জয়ীকে অপহরণ করে শংকর, অনিতা ও রবিউল নিঃসন্তান কোনো পরিবারের কাছে বিক্রি করেছেন। তাই তাদেরকে ভালভাবে জিজ্ঞাসাবাদ করলেই জয়ীকে উদ্ধার করা সম্ভব হবে। পুলিশ বলছে, পরিবারের জবানবন্দি ও পুলিশের তদন্তের ওপর বৃত্তিকরে অভিযুক্তদের বারবার রিমান্ডে আনা হচ্ছে।