ঢাকায় এফবিআই, ডিবির সঙ্গে বৈঠক

FBI at Dhakaসুরমা টাইমস ডেস্কঃ বিজ্ঞানলেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখন ঢাকায়।
গতকাল বুধবার দিবাগত রাতে গোয়েন্দা সংস্থাটির চার সদস্যের টিম ঢাকায় পৌঁছে। বৃহস্পতিবার দুপুরে তারা মিন্টোরোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে বৈঠক করেছেন।
এ ব্যাপারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গনমাধ্যমকে জানান, এফবিআই সদস্যদের সঙ্গে দুপুরে মিটিং হয়েছে। হত্যাকাণ্ডের আলামত নিয়ে তারা কথা বলেছেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে টিএসসির সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে খুন হন অভিজিৎ রায়। এসময় তার স্ত্রীও গুরুতর আহত হন।
এ হত্যাকাণ্ডের মামলায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ডিবিকে। তখনই অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে সহযোগিতার করার প্রস্তাব দেয়। সরকারও তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেয়।