লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট চর্চা করতে হবে – আব্দুস শহীদ এমপি

Pic---Chief Whipমশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্য মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন- আজকের প্রজন্মের ক্রিকেট খেলোয়াড়রা উন্নত প্রশিনের মাধ্যমে আগামী দিনের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব, তামিমদের মতো জাতীয় দলের খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে পারবে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট চর্চা করতে হবে। বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে নানা প্রদপে নিয়েছে। কমলগঞ্জ খেলাধুলায় সুনাম রয়েছে। তিনি আগামীতে একটি ক্রিকেট গোন্ডকাপ আয়োজনের জন্য ১ লাখ টাকা দেয়ার ঘোষনা দেন। ২৩ ফেব্রুয়ারী জেলা ক্রীড়া অফিস ও কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কমলগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে মাসব্যাপী অনুর্ধ্ব-১৬ ক্রিকেট প্রশিনের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অধ্য হেলাল উদ্দিন, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সভাপতি সাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্টানের শুরুতে অতিথিদেরকে ফুুল দিয়ে বরণ করে নেয়া হয়। বাছাইকৃত ৩০জন ক্রিকেটদের হাতে সনদপত্র তুলে দেন।