ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং ২১ ফেব্রুয়ারী পৌরবিপনীস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে এবং কাজী আলফাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথমে শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, যুবমৈত্রী মহানগরের সভাপতি হিমাংশু মিত্র, সহ সভাপতি লিয়াকত আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, সদস্য মুরাদ আহমদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অজিত দেব নাথ, সহ প্রচার সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক ছায়েদা আক্তার, ছাত্রমৈত্রী জেলা সভাপতি স্বপন দাস প্রমুখ।