দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ ভুরু মিয়া উরফে গুল্লু মিয়ার নামাজে যানাজা গতকাল বাদ যোহর কদমতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরশায়ীত করা হয়। রবিবার রাত ৮ টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থইষ্ট হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর । ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক ভূরু মিয়া মরহুম আব্দুর রহিমের পুত্র। তিনি র্দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। এলাকায় একজন ন্যায় বিচারক হিসেবে তার সুনাম রয়েছে। তিনি ছাত্রদল নেতা আব্দুল মুমিনের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।