কার্যকরী সমাধানের আহ্বান জাতিসংঘের

ban ki moonসুরমা টাইমস ডেস্কঃ দেশে চলমান সহিংসতা থেকে জনগণকে রক্ষা করার জন্য সরকারকে ‘কার্যকর পথ’ খোঁজার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সেই সঙ্গে উন্নয়নের স্বার্থে ‘দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার’ প্রয়োজনীয়তা তুলে ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘গঠনমূলক’ সম্পৃক্ততার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানে হোয়াইট হাউজে সহিংস উগ্রপন্থা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে আছেন মাহমুদ আলী।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের অবরোধে সহিংসতায় প্রাণহানির প্রেক্ষাপটে পরিস্থিতির উত্তরণ প্রত্যাশা করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসনকে চিঠি পাঠিয়েছেন বান কি মুন। এদিনও বৈঠকে বাংলাদেশে অবরোধ-হরতালে সহিংসতায় প্রাণহানিতে মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলে তার এক মুখপাত্র জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ থেকে নিরীহ জনগণের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে বৈঠকে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ‘জাতিসংঘ মহাসচিব বলেছেন, সহিংসতা থেকে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের এবং গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে সব দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।’
বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন প্রক্রিয়া জোরদারে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মহাসচিব।