মিরাবাজারে ভাঙচুরের মামলায় জামানসহ আসামি ২৩

Jamanসুরমা টাইমস ডেস্কঃ গত রবিবার নগরীর মিরাবাজারে গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানসহ ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় এসআই মফিজুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং হচ্ছে- ১৭/১৬/০২/১৫ ইং। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় এডভোকেট জামান, স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হকসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার বিকেলে মিরাবাজার থেকে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। মিছিল থেকে তারা পিকেটিং শুরু করেন। এসময় তারা দুইটি বাসসহ ৬টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পিকেটারদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় বাসার সামনে দাঁড়ানো শর্মী দেবের ডান চোখের নিচে রাবার বুলেট বিদ্ধ হয়।