পলিটেকনিকেল অধ্যক্ষের বাসভবন ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

4-2-15সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটের অধ্যক্ষের বাসভবনে ছাত্র নামধারী সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বুধবার কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের সিলেট জেলা শাখার সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী ড. আর কে ধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, জেলা সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি রাহিম উদ্দিন, সহ সভাপতি শিমুল আহমদ, সহ সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শফি, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন বাপ্পী, সমাজসেবা সম্পাদক রাবেল আহমদ, ক্রীড়া সম্পাদক কামিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মইনুল ইসলাম খান মঈন, আইন সম্পাদক ইউসুফ ওবায়েদ, প্রচার আবির আহমদ, অর্থ ইসলাম সৌরভ, সদস্য ফাহিম, সামি, রাবেল, আকরাম, তারেক, মাহবুব, সামাদ, সিলেট স্টুডেন্ট অর্গেনাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোজাম্মিল, মুজাব্বির, জামাল, সুবীর, প্রবীর প্রমুখ। বক্তারা অবিলম্বে অধ্যক্ষের উপর হামলাকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সাথে এসব হামলাকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি